17 C
আবহাওয়া
৭:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় অবৈধ ঘর গুড়িয়ে দিল বনবিভাগ

লোহাগাড়ায় অবৈধ ঘর গুড়িয়ে দিল বনবিভাগ

লোহাগাড়ায় অবৈধ ঘর গুড়িয়ে দিল বনবিভাগ

বিএনএ, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া নতুনপাড়া এলাকায় সরকারি জায়গায় নির্মাণাধীন একটি ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বনবিভাগ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে ডলবিটের কর্মীদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডলুবিট কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বনবিভাগের বনকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সাতকানিয়ায় নিষিদ্ধ জালে মাছ শিকার, দু’জনকে জরিমানা

পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, সড়াইয়া এলাকায় বনবিভাগের জায়গায় জোরপূর্বক প্রভাব কাটিয়ে বদি আলম প্রকাশ বদু সওদাগর নামে এক ব্যক্তি একটি পাকাঘর নির্মাণের কাজ করছিল। খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে নির্মাণাধীন উক্ত ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে ১৫ একর ভূমি দখলমুক্ত হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে। প্রভাবশালীরা যতই শক্তিশালী হোক না কেন বনবিভাগের জায়গা দখল করে ঘর নির্মাণ করতে পারবেনা।

বিএনএনিউজ/ রায়হান সিকদার/ বিএম

Loading


শিরোনাম বিএনএ