পুকুর যেন একখণ্ড সবুজ মাঠ! সেপ্টেম্বর ২৬, ২০২৩সেপ্টেম্বর ২৬, ২০২৩ দূর থেকে দেখলে মনে হবে এক খণ্ড সবুজ মাঠ। কিন্তু বুঝার কোন উপায় নেই এটা রংগীপাড়া এলাকার কাদেরি পুকুর। নানা রকম লতাপাতা বাসাবাড়ির ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। মানুষ সহজে হেঁটে যেতে পারে পুকুরের এপার থেকে ওপারে। ছবি তুলেছেন বাচ্চু বড়ুয়া