19 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বিপিএল এর নবম আসরে খলবে ৭ দল

বিপিএল এর নবম আসরে খলবে ৭ দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাতটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। তবে অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট লিমিটেড সেখানে স্থান পায় নি। একটির মালিকানায় নাম রয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার।

আগামী তিন মৌসুম ২০২৩, ২০২৪ ও ২০২৫ – জন্য বিপিএলের মালিকানা প্রতিষ্ঠান হিসেবে থাকবে তারা।

উল্লেখ যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন বছরের ৫ জানুয়ারি থেকে বিপিএল এর নবম আসর শুরুর সম্ভাব্য সময় ধরে কাজ করছে যা ১৬ ফেব্রুয়ারি ২০২৩পর্যন্ত চলতে পারে।

রোববার(২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নামও প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাত দল হলো— বরিশালের মালিকানার জন্য মনোনীত হয়েছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনা দলের জন্য মাইন্ডট্রি লিমিটেড, ঢাকা দলের জন্য প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, সিলেটের ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রংপুরের জন্য বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার জন্য কুমিল্লা লিজেন্ডস লিমিটেড।

জানা গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিলে স্বত্ব পেতে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান আবেদন করেছিল।  তার থেকে সাতটি ফ্রাঞ্চাইজিকে মনোনীত করা হয়। ফিউচার স্পোর্টস লিমিটেড বাদে সবগুলো প্রতিষ্ঠানই এর আগে বিপিএলে দল কিনেছে। তবে এবার নতুন অন্তর্ভুক্ত হয়েছে সিলেটের মালিকানা কেনা এই প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানের মালিকের তালিকায় আছে মাশরাফির নাম।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ