21 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লেভান্তেকে সহজে হারাল বার্সা

লেভান্তেকে সহজে হারাল বার্সা

লেভেন্তেকে সহজে হারাল বার্সা

বিএনএ,স্পোর্টসডেস্ক : লা লিগায় লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। রোববার(২৬ সেপ্টেম্বর) বার্সার মাঠ ক্যাম্প নূউয়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছে । ৬ ম্যাচে ৩ জয় ৩ ড্রতে ষষ্ঠ স্থানে আলফ্রেড শ্রুডারের শির্ষরা।

ম্যাচের শুরুর ৬ মিনিটে গোলের আনন্দে ভাসে বার্সেলোনার দর্শকরা। স্পট কিক থেকে গোলটি করেন মেমফিস ডেপেই ।
স্পট কিক থেকে গোলটি করেন মেমফিস ডেপেই
এর ৮ মিনিট পর স্বাগতিকদের লিড দ্বিগুন করেন ডি জং। ম্যাচের ৮১ তম মিনিটে ডি জংয়ের বদলি হিসেবে নামে আনসু ফাতি ।

দ্বিতীয়ার্ধের যোগ সময়ের ৯১ তম মিনিটে গোল করে ফাতি।

গত নভেম্বরে চোট পাওয়ার আগে দারুণ ছন্দে ছিলেন ফাতি । এতো লম্বা সময় বাইরে থাকতে হবে, শুরুতে বোঝা যায়নি। একাধিকবার অস্ত্রোপচারের পর রোববার লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ পর্যন্ত ১০ মাস পর খেলতে পারলেন কোনো ম্যাচ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ