16 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে ৩ খাল পিস ইয়াবাসহ আটক ২

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার থাইংখালী এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, থাইংখালী গৌজঘোনা এলাকার সোনা আলীর ছেলে আব্দুল মালেক (২৭) এবং একই এলাকার মোঃ আলমের ছেলে মোহাম্মদ ওসমান গণি (২২)।

এ ঘটনায় আরও চারজন পালিয়ে গেছে। তারা হলেন, থাইংখালী রহমতের বিল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান (৪৫), কলিমুল্লাহর ছেলে কামাল উদ্দিন (৩২), ধামনখালী এলাকার নুরুল ইসলাম মোহসেন আলী (২৪) ও আব্দুস সালামের ছেলে রবিউল শামীম বাবুশ্যা (২২)।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে উখিয়ার থাইংখালী বাজারের পূর্ব পাশে অভিযান চালায় র‍্যাব। সে সময় দুইজন সন্দেহজনক ব্যক্তিকে আটক এবং তাদের হেফাজতে থাকা দুটি বস্তা তল্লাশি করে সর্বমোট তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও চারজন জড়িত থাকার বিসয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিযানের খবর পেয়ে তারা আগে পালিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ