বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বিকাশ এজেন্টের ২লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ বশির আহাম্মদ ও মোঃ সবুজ নামে দুই ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় ছিনতাইকালে ব্যবহৃত,১টি মাহিন্দ্রা গাড়ী, ১টি মোটরসাইকেল, ২টি ছোরা ও নগদ ৪২হাজার টাকা উদ্ধার করা হয়।
বাকলিয়া থানা পুলিশ শুক্রবার রাতে ও শনিবার ভোরে বাকলিয়া থানাধীন তক্তারপুল এবং চান্দগাঁও থানাধীন ওসমানিয়া পুলেরগোড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়।
গত ২৩সেপ্টেম্বর দুপুরে একজন বিকাশের এজেন্ট ২ লাখ টাকা নিয়ে বাকলিয়া থানাধীন তুলাতলি মোড় হতে রাহাত্তারপুল আনাস টাওয়ারস্থ বিকাশ ডিষ্টিবিউশন অফিসে যাবার পথে শাহ আমানত সংযোগ সড়কস্থ ৫নং ব্রীজ সংলগ্ন মসজিদের সামনে ছিনতাইয়ের শিকার হন। যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ী যাত্রী নামাতে থামানোর পর অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বিকাশ ব্যবসায়িকে ধারালো ছুরির ভয় দেখিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনতাই করে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
বিএনএনিউজ২৪ডটকম,এসজিএন