16 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা


বিএনএ, বিশ্বডেস্ক : পকিস্তানে মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে লোকজনকে বের করে জাতিগত পরিচয় জেনে বেছে বেছে ২৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। সোমবার (২৬ আগস্ট) ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বর্বর এই ঘটনা ঘটে।

বেলুচিস্তানের মুসাখাইল জেলার সিনিয়র কর্মকর্তা নজিবুল্লাহ কাকার এএফপি’কে বলেন, ‘বেলুচিস্তানের সাথে পাঞ্জাবের সংযোগকারী একটি মহাসড়কে জঙ্গিরা বাস, ট্রাক এবং ভ্যান থামিয়ে কমপক্ষে ২৩ জনকে হত্যা করে। এ সময় আরো পাঁচজন আহত হয়। অস্ত্রধারীরা অন্তত ১০টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, ‘নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি এবং ৩ জন বেলুচ রয়েছে। তারা বেশিরভাগই পাঞ্জাবি শ্রমিক।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ