27 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » নোয়াখালীতে মুছাপুর রেগুলেটর ডেবে গেছে

নোয়াখালীতে মুছাপুর রেগুলেটর ডেবে গেছে


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটরের মধ্যবর্তী অংশ ডেবে গিয়ে অকার্যকর হয়ে গেছে। তবে এতে উজান থেকে আসা পানি নামতে কোনো অসুবিধা হবেনা। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সল।

তিনি জানান, মুছাপুর ক্লোজারের কিছু হয়নি এবং ক্লোজার সম্পুর্ণ কার্যকর রয়েছে। তবে রেগুলেটর ডেবে অকার্যকর হওয়ার কারণে সাগরে যদি উঁচু জোয়ার হয় তাহলে লোকালযে পানি প্রবেশের সম্ভবনা আছে।

মুন্সি আমীর ফয়সল জেলার বন্যা পরিস্থিতি বিষয়ে জানান- সদর উপজেলায় আজ সকালে বন্যার পানি তিন সেন্টিমিটার বেড়েছে। অন্যান্য উপজেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ