স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের জমজমাট লড়াই শুরু হয়ে যাচ্ছে আগামী ৩০ আগস্ট থেকে। অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তাই এবার এশিয়া কাপটাও হবে ওয়ানডে ফরম্যাটে।
প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবেন স্বাগতিকরা এবং আসরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সূচি অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলে দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশকে উড়াল দিতে হবে পাকিস্তানে।
লাহোরে আগামী ৩ সেপ্টেম্বর সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরে উঠলে বাংলাদেশ তিন ম্যাচ খেলবে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম ও শেষ ম্যাচ হবে কলম্বোতে, আর দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে।
টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে। এই টুর্নামেন্টের জন্য দুজন স্ট্যান্ডবাই থাকলেও ১৭ জনের দল যাবে শ্রীলঙ্কায়। স্ট্যান্ডবাই থাকা ক্রিকেটাররা বিকল্প ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করবেন।এছাড়া এই ভ্রমণ ঝক্কি কমাতে শ্রীলঙ্কা থেকে পাকিস্তান আসা-যাওয়ার জন্য রয়েছে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা।
এই টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল বেলা ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন টাইগাররা। এছাড়া দেশ ছাড়ার আগে আজ দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন তারা।
বিএনএনিউজ২৪/ এমএইচ