20 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চীনের টিকা অনুমোদন দিল সৌদিআরব

চীনের টিকা অনুমোদন দিল সৌদিআরব

চীনের দেওয়া উপহার ৬ লাখ ডোজ টিকা আসবে ১৩ জুন

বিএনএ, ঢাকা : চীনের তৈরি করোনার টিকা  সিনোফার্ম ও সিনোভ্যাককে অনুমোদন দিয়েছে সৌদি আরব সরকার। বুধবার ( ২৫ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ওই খবরে বলা হয়েছে,  মঙ্গলবার সৌদি আরবের কর্তৃপক্ষ চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের ভ্যাকসিন বা টিকার অনুমোদন দেয়। এ নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি  ভ্যাকসিন অনুমোদন পেল। সৌদি আরব আগে করোনার চারটি ভ্যাকসিন বা টিকার অনুমোদন দেয়। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা চীনের তৈরি সিনোফার্ম বা সিনোভ্যাকের পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েছে তারা এখন থেকে সৌদিআরবে প্রবেশ করতে পারবেন। ফলে চীনের ভ্যাকসিন বা টিকা গ্রহণকারী বাংলাদেশীদের ওমরাহ হজ্ব পালনে আর বাধা রইল না।

Original News : Saudi Arabia approves Sinovac and Sinopharm vaccines

বিএনএনিউজ২৪/আমিন,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ