34 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মুহুরী নদীর বাধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত

মুহুরী নদীর বাধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত

মুহুরী নদীর বাধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত

বিএনএ ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদী রক্ষা বাঁধের জয়পুর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার জয়পুর, কিছমত ঘনিয়া, পূর্ব ঘনিয়া মোড়া ও পশ্চিম ঘনিয়া মোড়া এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট,ফসলি জমি ও মাছের ঘের। প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ফুলগাজী-পরশুরামের যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, মাসখানেক আগেও জয়পুর এলাকায় বেড়িবাঁধের ভাঙনে পুকুরের মাছ ভেসে গেছে। রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যায় । সেই ক্ষতি কেটে ওঠার আগেই আবার ভাঙন দেখা দিয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বুধবার(২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুহুরী নদীর পানির চাপে বেড়িবাঁধের জয়পুর এলাকায় ভাঙন দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে ডুবে গেছে রোপা আমনের জমি, মাছের ঘের, পুকুর ও রাস্তাঘাট।

মুহুরী নদীর বাধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, বুধবার(২৫ আগস্ট) সকাল থেকেই মুহুরী নদীতে পানির চাপ বেশি ছিল। দুপুরে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বৃহস্পতিবার(২৬ আগস্ট) সকাল থেকে পানির চাপ কমতে শুরু করেছে। খুব দ্রুত পানি নেমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনএনিউজ/ জাফর,আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ