29 C
আবহাওয়া
১১:০২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৫
Bnanews24.com
Home » পেরুতে বাস খাদে, নিহত ১৫

পেরুতে বাস খাদে, নিহত ১৫


বিএনএ, ঢাকা :  পেরুতে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।  আহত হয়েছে আরও প্রায় ৩০ জন।  শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকায় বাসটি খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি সড়ক থেকে উল্টে একটি খাদে পড়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। একটি আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসটি লা মারসেড শহরের উদ্দেশ্যে রাজধানী লিমা থেকে যাত্রা করেছিল। প্রায় দুই-তৃতীয়াংশ পথ পাড়ি দেয়ার পরেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই সেখানে জরুরি টিমের সদস্যরা উপস্থিত হয়েছেন।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ