29 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৫
Bnanews24.com
Home » মাইলস্টোন ট্র্যাজেডি,নিহত বেড়ে ৩৫

মাইলস্টোন ট্র্যাজেডি,নিহত বেড়ে ৩৫


বিএনএ, ঢাকা : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা (৩২)নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে এদিন সকাল ৯টা ১০ মিনিটে জারিফ নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৫ জন মারা গেছে ।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের ৪০ জন এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ