বিএনএ, চট্টগ্রাম: দশ বছর আগে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে পালিয়ে থাকা খালিদ হাসান মাসুম (৪৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ জুলাই) রাতে ফেনী জেলার ছাগলনাইয়া এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খালিদ হাসান মাসুম কুষ্টিয়া জেলার মিরপুর থানার থিলিয়া গ্রামের মৃত জহুরুল আলম ছেলে।
র্যাব-৭, চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ভাউলাগঞ্জ এলাকা থেকে রাজমিস্ত্রীর কাজ করা অবস্থায় বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে কুষ্টিয়ায় নিয়ে যায় মাসুম। ওই কিশোরীকে কোথায়ও খুুঁজে না পেয়ে ২০১৩ সালের ২৭ জুন কিশোরীর বাবা মো. আমিন বাদী হয়ে রাজমিস্ত্রী খালিদ হাসান মাসুদকে আসামী করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলাটির দীর্ঘ বিচারকার্য শেষে ২০১৮ সালের ৩০ মে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামী খালিদ হাসান মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
র্যাব আরও জানায়, এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই কিশোরীকে উদ্ধার করলেও আসামী খালিদ হাসান মাসুম পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নজরদারি অব্যাহত রাখে। সে সময় খালিদ হাসান মাসুমকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। সেই সাজা মাথায় নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পরিচয় লুকিয়ে এবং কখনও কখনও দিন মজুর ও কখনো কন্ট্রাক্টারের কাজ করতো তিনি।
গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/বিএম