21 C
আবহাওয়া
১১:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ডলু ব্রিজে গাড়ি পার্কিং করায় জরিমানা

ডলু ব্রিজে গাড়ি পার্কিং করায় জরিমানা

ডলুব্রিজে

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলুব্রিজে অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে ৪ টি মামলায় ৯ হাজার টাকা এবং ডলুব্রিজ সংলগ্ন দোকানের বাইরে অবৈধভাবে মালামাল রাখায় ২ টি মামলায় ১২ হাজার টাকা  জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(২৬ জুলাই ২০২২) ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারামা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে ব্রিজের উপর গাড়ি পার্কিং করায় সিএনজি অটোরিক্সা ও মোটর বাইককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৪ টি মামলা এবং দোকানের বাহিরে অবৈধভাবে মালামাল রাখায় দন্ডবিধি ১৮৬০ এর আওতায় ২ টি মামলায় এসব জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ এবং সাতকানিয়া থানার এ.এস.আই মুজিবুর রহমান এবং ফায়ার সার্ভিসের এস.আই হুমায়ুন কবির।

উল্লেখ্য, সাতকানিয়া উপজেলার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ডলুব্রিজের ওপর দীর্ঘদিন থেকে অটোরিক্সা, মাইক্রোবাস এবং মোটরসাইকেল চালকরা অবৈধভাবে গাড়ি পার্কিং করে যান চলাচল ও পথচারি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিল।

এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ