বিএনএ, বিশ্বডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে। টোকিওর গভর্নর একথা জানিয়েছেন। সোমবার দেশটির রাজধানী টোকিওর গভর্নর ইউরিকো কোইকে জাপানে এই মাঙ্কিপক্স রোগী শনাক্তের ঘোষণা দিয়েছেন।
ওই ব্যক্তির বয়স ৩০ এর কোঠায়। তিনি ইউরোপ থেকে জাপানে ফিরেছেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন বলে সাংবাদিকদের জানান গভর্নর ইউরিকো কোইকে।
এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “রোগীর দেহে র্যাশ আছে। তিনি জ্বর, মাথাব্যথা এবং অবসাদে ভূগছেন। তবে এ মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শনিবারই সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ হিসাবে মাঙ্কিপক্সকে বিশ্ব জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিশ্বজুড়ে ৭৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। আক্রান্তের সংখ্যা ১৬,০০০ ছাড়িয়েছে। ইতোমধ্যে ৫ জন মারাও গেছে।
মাঙ্কিপক্স সংক্রমিত কারও ঘনিষ্ঠ সংস্পর্শে এলে তা অন্যের দেহে ছড়াতে পারে। এই রোগের প্রাথমিক উপসর্গ হচ্ছে জ্বর, মাথাব্যথা, হাড়ের জয়েন্ট, মাংসপেশিতে ব্যথা এবং দেহে অবসাদ। জ্বর হওয়ার পর দেহে গুটি দেখা দেয়।
বিএনএনিউজ/এইচ.এম।