29 C
আবহাওয়া
৮:১৮ পূর্বাহ্ণ - জুন ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান বাপ্পি (৩৫) কে ১২ বছর পর কুমিল্লার কোতোয়ালি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ । মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে তিনটায় কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঢুলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আসাদুজ্জামান শফিকুর রহমান মাষ্টারের ছেলে। সে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন কাটাবিল চকবাজার এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ০৪ জুলাই ২০১২ইং তারিখে ৫৪০ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় এবং মামলায় যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হয়। দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেপ্তার এড়াতে  দীর্ঘ ১২ বছর কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/ হাসনা


শিরোনাম বিএনএ