বিএনএ, বিশ্বডেস্ক : ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রবল পানির স্রোতের কারণে গঙ্গা নদীর ওপরের একটি সেতুর কিছু অংশ ভেঙ্গে গেছে। সোমবার (২৬ জুন) ভোর চারটার দিকে ভারতের উত্তর প্রদেশের মিরাটে দুটি শহরকে সংযুক্ত কারী সেতুটির অ্যাপ্রোচ রোড ভেসে যায়। ব্রিজে ভারী যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মিরাটের জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা বলেন, “হস্তিনাপুর এবং বিজনোরের সংযোগকারী সেতুটি মেরামতের কাজের কারণে গত বছরও বন্ধ ছিল। সেতু ধসের ফলে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গত বছরও জুলাই মাসে সংযোগ সড়কটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং ছয় মাস ধরে মেরামত করা হয়নি। তারা আরও জানিয়েছেন যে, শনিবার বর্ষা আসার মাত্র দু’দিন আগে সংযোগ সড়কের কাজ শেষ হয়েছিল।
বিএনএনিউজ/এইচ.এম।