15 C
আবহাওয়া
৮:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মরদেহবাহী গাড়িতে গাঁজা!

মরদেহবাহী গাড়িতে গাঁজা!


বিএনএ, বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে মরদেহবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) সকাল ৭টায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা সান্তুনু বাবুর ছেলে গাড়িচালক সাগর বাবু (২৬) ও একই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে গাঁজা ভর্তি করে ফেনী থেকে বরিশাল নগরীতে মাদক আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৭টায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থী স্ট্যান্ডে চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে আসা মরদেহবাহী গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। মরদেহবাহী ফ্রিজিং গাড়িটিতে কোনো মরদেহ ছিল না। পরে গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনায় জড়িত গাড়িচালক ও এক সহযোগীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

বিএনএ/ কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ