বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় কামাল উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তিন সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৬ জুন) দুপুরে র্যাব-৭’র মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- পটিয়া থানার দক্ষিণ চাটরা মৌলভী পাড়ার মৃত মোহাম্মদ ইসলামের তিন ছেলে মো. জামাল (৩৫), মো. কামাল হোসেন (৩২) ও মো. আব্দুস ছবুর (৪০)।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, ২০১৫ সালের ১২ জুলাই দুপুরে পারিবারিক বিরোধের জেরে পটিয়া থানার ছনহরা এলাকার রাজমিস্ত্রির সহকারী কামাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কামালের ভাতিজা জোবাইর হোসেন প্রকাশ যুবরাজ বাদী হয়ে পটিয়া থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকে তিন আসামি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত পুলিশের রিপোর্ট এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে কামাল উদ্দিনকে হত্যার দায়ে তিন সহোদরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, আসামিরা গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে দীর্ঘ ৭ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সোমবার র্যাব তাদের গ্রেপ্তার করে।
বিএনএনিউজ/বিএম