28 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে বজ্রপাতে ১০ জন নিহত

পাকিস্তানে বজ্রপাতে ১০ জন নিহত


বিএনএ বিশ্বডেস্ক : পাকিস্তানে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। সোমবার(২৬ জুন) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

জিও নিউজ জানায়, পাঞ্জাবের নারোওয়াল, পসরুর, শেখুপুরা ও শিয়ালকোটে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। এতে আহত হয়েছে সাত জন।

ভারী বৃষ্টি হচ্ছে শাবকদর, সোয়াত, চরসাদ্দা, মানসেহরা, লোয়ার দির, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানেও।

জানা গেছে, লাহোরে ভারী বৃষ্টিপাতের ফলে শতাধিক বিদ্যুৎ ফিডার বিছিন্ন হয়ে গেছে। এদিকে দেশটির সবচেয়ে বড় প্রদেশেও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে।  লোডশেডিংয়ের পাশাপাশি রাস্তা-ঘাট পানিতে ডুবে গেছে।

এদিকে খাইবার পাখতুনখোয়ায় অবিরাম বৃষ্টি অব্যাহত থাকায় বুনেরের তখতা বান্দ গ্রামে একটি বাড়ির ছাদ ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ছয়জন।

বেলুচিস্তানের শেলা বাগ, টোবা আচাকজাই, মুসা খেলা, জিয়ারাত উপত্যকা, নোশকি ও ওয়াশুকেও বৃষ্টি হয়েছে। ফলে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও মুজাফফরাবাদ আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ