বিএনএ, ঢাকা: প্রমত্তা পদ্মার বুকে গড়ে উঠেছে ৬ কিলোমিটার দীর্ঘ সেতু। গতকাল শনিবার স্বপ্নের এই সেতু উদ্বোধনের পর আজ রবিবার সকাল থেকে সেতু দিয়ে ছুটে চলছে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন। তবে মেনে চলতে হচ্ছে কিছু নিয়ম-কানুন। যান চলাচলে মানতে হচ্ছে নির্দিষ্ট গতিসীমা। আগামীকাল সোমবার (২৬ জুন) এই সীমা অতিক্রম করলেই গুণতে হবে জরিমানা।
রোববার (২৬ জুন) রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
গত বৃহস্পতিবার পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে বলে জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তবে সেতু চালুর প্রথম দিনেই দেখা গেছে, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছে চালক। এমনকি হাত ছেড়ে চালাতেও দেখা গেছে।
বিএনএ/এমএফ