25 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ২ জনের মৃত্যু,শনাক্ত ১ হাজার ৬৮০

করোনায় আরও ২ জনের মৃত্যু,শনাক্ত ১ হাজার ৬৮০

করোনায় মৃত্যু ২, শনাক্ত ২০৭

বিএনএ ডেস্ক : করোনায় গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন  ১ হাজার ৬৮০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৪০ জন। মোট করোনো আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।

রোববার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময় করোনায় আক্রান্ত ১৬৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন।

এদিকে শনিবার (২৫ জুন) এক লাফে সংক্রমণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৮০ জনে। তবে এদিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ।এর আগে শুক্রবার (২৪ জুন) এক লাফে সংক্রমণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৮৫ জনে। এদিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৮ শতাংশ।

দেশে হঠাৎ করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ