27 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » চসিকের ২ হাজার ১৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

চসিকের ২ হাজার ১৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

চসিকের ২ হাজার ১৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২২-২৩ অর্থবছরের মোট দুই হাজার ১৬১ কোটি ২৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে উন্নয়ন অনুদান ও গৃহকর আদায়কে আয়ের মূল খাত হিসেবে দেখানো হয়।

রোববার (২৬ জুন) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে সিটি কর্পোরেশনের বিভিন্ন খাত থেকে নিজস্ব আয় দেখানো হয়েছে ৯০৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

বাকি ১২৫৬ কোটি ৭০ লাখ টাকা সরকারের ত্রাণ সাহায্য, উন্নয়ন অনুদান ও অন্যান্য উৎস থেকে ধরা হয়েছে।

এ সময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আয়কর, ট্রেড লাইসেন্স এ রাজস্ব আদায় বৃদ্ধিতে চসিক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শহরের ব্যবসায়ীদের সঠিকভাবে ট্রেড লাইসেন্সের আওতায় আনা গেলে সেটার সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ লাখ। অথচ চসিকের রেজিস্টার অনুযায়ী ট্রেড লাইসেন্সের সংখ্যা মাত্র ৮৫ হাজার।’

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ