বিএনএ, চট্টগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, রাষ্ট্রের সমস্ত বাহিনী জনগণের জন্য কাজ করবে, কোনো দলের হয়ে নয়। বিধ্বংসী জুলাইয়ের সেই বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না। যে সংবিধানের অধীনে বছরের পর বছর বিচারবহির্ভূত গুম খুন হয়, এমন সংবিধান আমরা চাই না। রোববার (২৫ মে) রাত ১০টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে বোয়ালখালীর শহীদ ওমরের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, একটি স্বাধীন দেশের নাগরিককে রাষ্ট্র এইভাবে খুন করতে পারে না, একটি বাহিনী নিজের নাগরিককে এইভাবে খুন করতে পারে না। আমরা নতুন সংবিধান আনবো, রাষ্ট্রকে পরিবর্তন করবো।
এ সময় সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাস্তার মধ্যে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করার পরিস্থিতি আমরা আর কখনো চাই না। এইটুকই আমাদের চাওয়া রাষ্ট্রের কাছে। আমাদের আকাঙ্খা- আমরা চাই না ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করবে, বিচার বিভাগকে ব্যবহার করা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হবে।
এইদিন দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলোতে পরিভ্রমণ করে পথ সভায় বক্তব্য রাখেন এনসিপির নেতারা।
এ পথসভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী প্রমুখ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ