20 C
আবহাওয়া
৯:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে ৮টি উন্নয়ন কাজের উদ্বোধন

ধামরাইয়ে ৮টি উন্নয়ন কাজের উদ্বোধন


বিএনএ,সাভার:ধামরাই উপজেলার ৫টি ইউনিয়নে ৮টি উন্নয়নমূলক কাজের ফলক উদ্বোধন করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ।

শুক্রবার (২৬ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সব  উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান, সূয়াপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, সূয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শানু মিয়া, এ্যাডভোকেট আহসান হাবীব প্রমূখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৮টি উন্নয়নমূলক কাজ যথাক্রমে ধামরাই উপজেলার আশুলিয়া বাবুল হাউজ-নদীর ঘাট সড়ক উন্নয়ন, ধামরাই জিসি-শিমুলিয়া বাজার ভায়া কাকরান বাজার সড়ক চেইনেজে ৫৫০.০০ মিটার ৫৪.০০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, ধামরাই উপজেলাধীন সাটুরিয়া-বালিয়া বেপারীপাড়া মোর হয়ে মদিনা মার্কেট ভায়া জেঠাইল জিপিএস সড়ক উন্নয়ন, ধামরাইয়ের সূতিপাড়া ইউপি অফিসের উন্নয়ন (দেলোর চেয়ারম্যান বাড়ি)- নওগাঁ জলশা-সূয়াপুর ইউজেডআর সড়ক উন্নয়ন, ধামরাই উপজেলাধীন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ, ধামরাইয়ের জয়পুড়া আরইচডি -নান্নার বাজার ভায়া জলশিন বাজার সড়ক বিসি দ্বারা উন্নয়ন, ধামরাই উপজেলার ফুলতলা বাজার-নান্নার সূয়াপুর বাজার সড়ক উন্নয়ন, ধামরাই উপজেলার জালসা আরএইচডি হতে সূয়াপুর জিসি রাস্তায় রাজনগর বাজারের নিকট ১০৭০০ মিটার চেইনেজে গাজীখালী খালের উপর ৫৪.০০ মিটার দীর্ঘ আসসিসি গার্ডার ব্রীজ নির্মাণ।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ