31 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » রাউজানে হযরত মাগন হাজী (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজ শুরু

রাউজানে হযরত মাগন হাজী (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজ শুরু

রাউজানে হযরত মাগন হাজী (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজ শুরু

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে হযরত শাহ ছুফি সৈয়দ মাগন হাজী (রঃ) এর মাজারের পাশে উপজেলার সাপলঙ্গায় হযরত মাগন হাজী (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকালে পৌর কাউন্সিলর আজাদ হোসেন মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আবু বক্কর, সৈয়দ বাবুল, লোকমান হোসেন, আবু তাহের মনু সওদাগর ও মহিউদ্দিন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাহানগর সিকদার মাতা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম।

পৌর কাউন্সিলর আজাদ হোসেন বলেন, এলাকাবাসীর সহায়তায় ৫০ লাখ টাকা ব্যয়ে সৈয়দ মাগন হাজী জামে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Total Viewed and Shared : 110,313 


শিরোনাম বিএনএ