বিএনএ, ঢাকা : রাজধানীর গাবতলীতে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা, ল্যাপটপ ও মোবাইল খুইয়েছেন আবু নোমান (৫২) নামে কলেজের এক প্রভাষক। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে গাবতলীতে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা স্টোমাক ওয়াশ করে ভর্তি রাখেন।
ওই ব্যক্তির ছোট ভাই রাকিব হোসেন বলেন, আমার ভাই সাভারের একটি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত। তার প্রাইভেটকারটি মেরামতের জন্য সাভারে গ্যারেজে রাখেন। এরপর তিনি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে বাসে ঢাকার বাসায় আসছিলেন। কিন্তু বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কৌশলে অচেতন করে টাকা, ল্যাপটপ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।পরে আবু নোমানের সঙ্গে থাকা একটি নম্বরে যোগাযোগ করে তার পরিবারকে খবর দেন বাসচালক। প্রভাষকের বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। পরিবার নিয়ে সেখানেই থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নোমানকে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্হা এখনো স্বাভাবিক নয়।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।