19 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইমরান খানের ‘আজাদি মার্চে’ বাধা, রণক্ষেত্র লাহোর

ইমরান খানের ‘আজাদি মার্চে’ বাধা, রণক্ষেত্র লাহোর


বিএনএ বিশ্বডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ শুরু করেছে। তবে দেশটির বর্তমান সরকার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে।এ পরিস্থিতিতে দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে।

জিও টিভি অনলাইনের খবরে বলা হয়, বুধবার দিনটি ছিল নানা রাজনৈতিক নাটকীয়তায় ভরা। লাহোর কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পুলিশ এবং পিটিআই সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্য হলো পাঞ্জাব। এখান থেকেই ইমরানের দল আজাদি মার্চ শুরু করেছে। তবে মহাসড়কে বাধা তৈরি করায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইমরানের সমর্থকরা। এসময় পুলিশ রাজ্যটির কয়েকটি জেলায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরে শত শত পিটিআই সদস্যকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ