18 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন নোবিপ্রবির কাওছার

সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন নোবিপ্রবির কাওছার

সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন নোবিপ্রবির কাওছার

বিএনএ, নোবিপ্রবি:  ‘সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ও তরুণ বিজ্ঞানী আহমেদ কাওছার। ভারতের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ‘সায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশন’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

জানা গেছে, সর্বমোট ২০টি ক্যাটাগরির মধ্যে সায়েন্স, রিসার্চ ও ইনোভেশন ক্যাটাগরিতে বর্ষ সেরা গবেষক নির্বাচিত হয়েছেন কাওছার। চলতি বছরসহ তার গত বছরের সব গবেষণার উপর ভিত্তি করে তাকে এ সায়েন্টিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত করা হয়।

আহমেদ কাওছার বলেন, ২০টি ক্যাটাগরিতে ১০০ জন প্রতিযোগিকে তাদের ফিল্ডে শ্রেষ্ট অ্যাওয়ার্ড দিবে বলে এক মাস আগে অন্য সবার সাথে আমাকেও নমিনেশন দেয়া হয়। তাদের নির্দশনা অনুসারে আমিও তাদের সাথে যোগদান করি। কয়েক হাজার লোককে তারা নমিনেশন দেয়। কিন্তু আমি কখনো ভাবিনি আমি সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি পাব। খুবই অবাক হয়েছি। কারণ সেখানে যারা আমার প্রতিযোগি ছিল তারা বেশিরভাগই সায়েন্টিস্ট, প্রফেসর ও গবেষক। আর সবার এক্সপেরিমেন্ট ২০-৩০ বছরও আছে। যা আমার বয়েসের চেয়েও বেশি। আর আমি ধরেই নিয়েছিলাম এটি আমার দ্বারা সম্ভব না।

উল্লেখ, আহমেদ কাওছার এর আগে সিঙ্গাপুর, মরক্কো, ইন্ডিয়া ও বাংলাদেশ থেকে বেস্ট রিসার্সার অ্যাওয়ার্ড পেয়েছেন। রবি আর ভেঞ্জার ২ তে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৯ সালে ন্যাশনাল বেসিস আইসিটি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। সায়েন্টিস্ট অব দ্য ইয়ার তার সপ্তম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। সবমিলিয়ে তার প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১১।

যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে প্রভোস্ট ডক্টরাল ফেলোশিপ অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি এবং যুক্তরাষ্ট্রে সেই পিএইচডির জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি তিনি হিসাব লিমিটেডে  আর্টিফিশিয়াল সায়েন্টিস্ট হিসেবে কর্মরত৷

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত