23 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৯ জেলা

ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৯ জেলা

ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৯ জেলা

বিএনএ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে দেশের উপকূলীয় নয় জেলার ২৭ উপজেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গতিপথ পাল্টে যাওয়ায় বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। এই ঘূর্ণিঝড়ে ভোলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর। এর মধ্যে ভোলার লালমোহন উপজেলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে একজন মারা গেছেন।

ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে- শ্যামনগর, আশাশুনি, কয়রা, দাকোপ, পাইকগাছা, শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ, মঠবাড়িয়া, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী, পটুয়াখালী সদর, গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা, মির্জাগঞ্জ, কলাপাড়া, চরফ্যাশন, মনপুরা, তজুমদ্দিন, দৌলতখান, বোরহানউদ্দিন, ভোলা সদর, হাতিয়া, রামগতি ও কমলনগর।

ইতিমধ্যে ভারতের ওড়িশা উপকূলে প্রবল বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস।  ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে ইয়াস। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ইয়াসের আঘাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঝড়টির গতিপথ ভারতের দিকে থাকায় বাংলাদেশে তেমন ক্ষতির আশঙ্কা নেই।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ