Bnanews24.com
Home » ঢেউয়ের তোড়ে ভেসে গেল ফেরিঘাটের পন্টুন
টপ নিউজ ঢাকা বিভাগ দুর্ঘটনা সব খবর সারাদেশ

ঢেউয়ের তোড়ে ভেসে গেল ফেরিঘাটের পন্টুন

ঢেউয়ের তোড়ে ভেসে গেল ফেরিঘাটের পন্টুন

বিএনএ মুন্সিগঞ্জ: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মায় ঢেউয়ের তোড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া দুই নম্বর ফেরিঘাটের  পন্টুন দুই ভাগ হয়ে নদীতে ভেসে গেছে। বুধবার (২৬ মে) সকালে পদ্মার উত্তাল ঢেউয়ের কবলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঘাটে নোঙর করা ফেরি নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে আসায় সাগর উত্তাল রয়েছে। ইতোমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে বঙ্গোপসাগরে অবস্থানরত এ ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিয়েছে।

মোংলা, বাগেররহাট, পটুয়াখালী, সাতক্ষীরা,নোয়াখালী,লক্ষীপুর,চট্টগ্রামসহ দেশের উপকূলীয় জেলাগুলোতে সকাল থেকেই  বৃষ্টি আর প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হয়েছে। সেইসঙ্গে সাগর উত্তাল থাকায় সমুদ্র তীরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে । প্লাবিত হচ্ছে সাগর ঘেঁষা গ্রামগুলো।ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/আরকেসি