24 C
আবহাওয়া
১২:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বাসের ধাক্কায় লরির চালক-হেলপার নিহত

বাসের ধাক্কায় লরির চালক-হেলপার নিহত

দুর্ঘটনা

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ল‌রি‌কে পেছন থে‌কে ধাক্কা দেওয়ায় চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলে দেলদুয়ার উপ‌জেলার মোমিন (২৮) ও বাধন (২৪)।টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন অফিসার রেজাউল করিম জানান, মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে ঢাকা থে‌কে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে লরিতে থাকা চালক ও হেলপার ছিট‌কে গি‌য়ে ঘটনাস্থলেই মারা যান।

প‌রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন