24 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » হজ ফ্লাইট শুরু ২০ মে

হজ ফ্লাইট শুরু ২০ মে


বিএনএ, ঢাকা: ২০ মে দিবাগত রাতে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে । নতুন করে হজ নিবন্ধনের সময় বাড়ানো হবে না। কোটা খালি রেখেই শুরু হবে হজ ফ্লাইট।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা  জানান।

গতকাল হজ নিবন্ধনের বিশেষ দিন ছিল। এরপরও কোটা পূরণ হয়নি। এবার প্রায় ৩ হাজার কোটা খালি রেখেই হজ ফ্লাইট শুরু হচ্ছে।

ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান, হজের খরচ কমানোর সুযোগ নেই। কোটা খালি রেখেই হজ ফ্লাইট শুরু হবে।

চাঁদ দেখাসাপেক্ষে  ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজযাত্রী পরিবহণ করবে। হজ ফ্লাইট নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর আশকোনায় হজ অফিসে হজ কন্ট্রোল রুম, হেল্প ডেস্ক চালু করতে নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ