24 C
আবহাওয়া
২:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঋণখেলাপি মামলায় জামিন পেলেন শাহাবুদ্দিন দম্পতি

ঋণখেলাপি মামলায় জামিন পেলেন শাহাবুদ্দিন দম্পতি


বিএনএ, চট্টগ্রাম : ঋণখেলাপির মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামভিত্তিক এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় মঙ্গলবার (২৫ এপ্রিল) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান তাঁদের জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত আগামী ২৫ মে দুই কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে সোমবার দেওয়া কারাদণ্ডের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন।

এর আগে সোমবার একই আদালত ঋণখেলাপির দুই মামলায় শাহবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে ১০ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে দুজন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ইয়াসমিন প্রতিষ্ঠানটির পরিচালক।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম তাদের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, রূপালি ব্যাংক, আগ্রাবাদ শাখার ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকা ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকা ঋণখেলাপির অন্য একটি মামলায় তাঁদের আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছিলেনন আদালত।

গত মার্চ মাসে অগ্রণী ব্যাংকের ১১২ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে করা মামলায় স্ত্রীসহ শাহাবুদ্দিন এবং তাঁর স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ