বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের দরজার ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর। রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রূপসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সেবায়েত উল্লাহ ও রকি। নিহত সেবায়েত উল্লাহ সালমান কুমিল্লার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে ও রকি রূপগঞ্জ পাঁচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রানু মিয়া জানান, ইফতারের আয়োজনে যুক্ত হওয়ার জন্য তারা দুইজনই কাঁচপুর এলাকায় মোটরসাইকেল যোগে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে রূপসী ঢাকা-সিলেট মহাসড়কে অসতর্কতাবশত কাভার্ডভ্যানের দরজা খুলে যায় এতে মোটরসাইকেল সামনে হওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে দরজার সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই আহত হয়।গুরুতর আহত অবস্থায় উদ্ধার স্থানীয় হাসপাতালে নেওয়া পথে সালমান ও রকি পঙ্গু হাসপাতালে মারা যায়।
কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে জানিয়ে রানু মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।