14 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » অস্কারে সেরা ছবি ‘নোম্যাডল্যান্ড’

অস্কারে সেরা ছবি ‘নোম্যাডল্যান্ড’

অস্কার

বিনোদন ডেস্ক: কোনো চমক নয়। প্রত্যাশামাফিক অস্কারের ৯৩তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিল ‘নোম্যাডল্যান্ড’।

এর আগে এ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ক্লোয়ি ঝাও। পুরস্কার গেছে সেরা অভিনেত্রী বিভাগেও। যুক্তরাষ্ট্র সময় রবিবার এ পুরস্কারের আসর বসে।

এ বিভাগে আরও মনোনয়ন পায় দ্য ফাদার, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ, ম্যাঙ্ক, মিনারি, প্রমিসিং ইয়ং ওম্যান, সাউন্ড অব মেটাল ও দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন।

এর আগে সেরা পরিচালক, সেরা ছবি ও সেরা অভিনেত্রী মিলিয়ে প্রায় সব প্রধান পুরস্কারের আসরে বাজিমাত করে ‘নোম্যাডল্যান্ড’।

প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে অনুষ্ঠান।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ