16 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নরসিংদীতে গৃহিণীকে গলা কেটে হত্যা

নরসিংদীতে গৃহিণীকে গলা কেটে হত্যা

গাজীপুরে যুবককে গলা কেটে হত্যা

বিএনএ, নরসিংদী : নরসিংদীর পলাশে বেডরুমে ঢুকে দেলোয়ারা বেগম (৫০) নামের এক গৃহিণীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পলাশ উপজেলার চন্দ্রগরদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারা ওই গ্রামের মৃত মালেক দেওয়ানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগম একাই বাড়িতে বসবাস করতেন। তার দুই ছেলে বিদেশে থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার মাগরিবের নামাজের পর তরকারি কাটছিলেন। এরই মধ্যে সন্ধ্যা ৭টার দিকে নিজ কক্ষে তার গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যে রহস্য উন্মোচন হবে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ