চট্টগ্রাম: সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা(এজিএম) ও ইফতার মাহফিল মঙ্গলবার (২৬মার্চ ২০২৪) বিকেলে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রামের প্রাচীন ইংরেজি পত্রিকা দৈনিক পিউপলস্ ভিউ এর সম্পাদক জনাব ওসমান গণি মনসুর।
সমিতির আহবায়ক এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ নওশাদ চৌধুরী।

বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল হক হায়দরী, সাংবাদিক বাবুল কান্তি চৌধুরী, সাংবাদিক শতদল বড়ুয়া, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, ব্যাংকার এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন চৌধুরী, মোহাম্মদ ইরফান রেজা খান, মোহাম্মদ জামিল আকতার রিদ্দি, অধ্যাপক শামসুল আলম তালুকদার, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, অধ্যাপক নুরুল আমীন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ রুহুল কবির।
সভায় সদস্য সচিব মোহাম্মদ নওশাদ চৌধুরী দ্বি-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভা শেষে ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভার শুরুতে সমিতির সদস্য সচিব তার বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন।
এসজিএন/হাসনা