30 C
আবহাওয়া
১২:৫৭ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশের অংশীদার হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

বাংলাদেশের অংশীদার হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশের অবদান স্বীকার করে যুক্তরাষ্ট্র : ব্লিঙ্কেন

বিএনএ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন বলেছেন, বাংলাদেশের অংশীদার হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

সোমবার (২৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতিটি প্রকাশিত হয়।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়াদান, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

তিনি বলেন, আমাদের অংশীদারত্ব একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যা বাংলাদেশের সমৃদ্ধি বাড়াবে।

বিবৃতিতে ব্লিঙ্কেন আরও বলেন, আমি এই বিশেষ দিনে সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যে অংশীদারত্ব এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে আমি উন্মুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ