22 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » সকাল থেকেই ফাঁকা জাতীয় স্মৃতিসৌধ

সকাল থেকেই ফাঁকা জাতীয় স্মৃতিসৌধ


বিএনএ, সাভার : আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে গণপূর্ত বিভাগ। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে সারা দেশ।

দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রষ্পস্তবক অর্পন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

প্রতি বছর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর স্মৃতিসৌধ চত্বরে লাখ লাখ মানুষের সমাগম ঘটলেও এ বছর তার উল্টো চিত্র দেখা যায়।  সকাল থেকে ফাঁকা জাতীয় স্মৃতিসৌধ।

সরেজমিনে দুপুর ১টা পর্যন্ত পুরো স্মৃতিসৌধ চত্বরটি ফাঁকা অবস্থায় দেখা যায়। প্রতি বছরের ন্যায় এবার আর শহীদ বেদীতে ফুল দিতে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে না। এমনকি বেশ কয়েকবার শহীদ বেদী পুরো জনশূন্য অবস্থায় দেখা যায়।

স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, মূলত রমজান মাস আর তীব্র রৌদের কারণে এ বছর জন সমাগম কম হয়েছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট