35 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » তৃতীয় সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

তৃতীয় সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ


বিএনএ, বিশ্বডেস্ক : ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং মেটা নামের যে কোম্পানির অধীন এই সামাজিক যোগাযোগমাধ্যম, তার শীর্ষ নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের শিশুকন্যার ছবি প্রকাশ করেছেন জাকারবার্গ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পৃথিবীতে তোমাকে স্বাগতম, অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি সত্যিই ছোট্ট একটি আশীর্বাদ।’

পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, জাকারবার্গ নবজাতক সন্তানের দিকে তাকিয়ে হাসছেন। দ্বিতীয় ছবিতে দেখা গেছে, প্রিসিলা চ্যান নবজাতককে বুকে জড়িয়ে শুয়ে আছেন।

২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়ে হয়। তাদের সাত ও পাঁচ বছর বয়সী দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তার নাম রাখা হয় আগস্ট। ২০০৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ফ্র্যাটারনিটির এক পার্টিতে প্রিসিলা চ্যানের সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ