24 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে আগুনে পুড়লো ৯টি ঘর, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ধামরাইয়ে আগুনে পুড়লো ৯টি ঘর, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ধামরাইয়ে আগুনে পুড়লো ৯টি ঘর, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিএনএ, সাভার  : ঢাকার ধামরাইয়ে শর্টসার্কিট থেকে আগুন লেগে ৯টি বসতঘর পুড়ে ছাঁই হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের বড় মসজিদের পাশে মো. আজাহারুল ইসলামের মালিকানাধীন ৯টি টিনের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়সুত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কালামপুর বাজারে একটি টিনের ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ৯টি ঘর পুড়ে যায়। দক্ষিণের বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের অন্যান্য মালামাল সব পুড়ে যায়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সেই সাথে ফায়ার সার্ভিসের লোকেরা আরও অর্ধকোটি টাকার মালামাল আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে।

তবে ঘরের ভিতরে থাকা নগদ প্রায় ৮ লক্ষ টাকা আগুনে পুড়ে যায়। আগুন লাগার পাশের বাড়ীর মালিক মোঃ হাবিবুর রহমান বলেন, দুপুরে হঠাৎ করেই ঘরের ভিতরে আগুন লাগায় হইচই শব্দ আসে। তখন আমরা এগিয়ে গিয়ে দেখি ঘরের ভিতরে আগুন লেগে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে অনেক সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে যায়নি। টিনের ঘরে আগুনে আমার বিল্ডিং এর পূর্বপাশের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আমার দ্বিতীয় তলার রুমের ভিতরে বেশ কিছু জিনিস নষ্ট হয়েছে।

বাড়ির মালিক মো. আজাহারুল ইসলাম বলেন, আমি ঘরগুলো ভাড়া দিয়েছি। সেই ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরসহ ঘরের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার এবং ভাড়াটিয়াদের মিলে প্রায় ৩০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে পাশের বাড়ীর ওয়ালে আগুনের আঁচ লেগে কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রবিউল করিম বলেন, আগুন লাগা দেখে নিজের জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করি। সেই সাথে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেই। ক্ষতিগ্রস্ত পরিবার বাজার বণিক সমিতির আওতাভুক্ত না থাকলেও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সম্পূর্ণ আগুন নেভাতে সক্ষম হয়।এঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় পাশের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল রক্ষা পেয়েছে।

বিএনএনিউজ২৪.কম/ইমরান খান/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন