স্পোর্টস ডেস্ক: সিরিজটা হাতছাড়া হয়ে গেছে গত ম্যাচেই। এবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর পালা। কিন্তু শেষ ম্যাচে চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে সামনে এসেছে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩১৯ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে ব্যাট করতে নেমে শুরুতে বিদায় নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাট করা তামিম এদিন ৯ বল খেলে ১ রান করতে পারেন। সৌম্য ১ করেন ৬ বল খেলে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৮ রান তুলেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ১২৬ ও ড্যারেল মিচেল অপরাজিত ১০০ রানে টাইগারদের লক্ষ্যটা তিনশ পেরিয়ে নেন। দুজনেরই এটি প্রথম ওয়ানডে শতক।
শুক্রবার টানা তৃতীয় ওয়ানডেতে টসে হেরেছেন তামিম। গত দুম্যাচে ব্যাটে ডাক পড়লেও এবার শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ পান। উইকেটে এসে পেস আক্রমণে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সঙ্গে সেই ক্যাচ হাতছাড়া, রানআউটের সুযোগ হাতছাড়া ও বাজে ফিল্ডিং ছিল। এক হেনরি নিকোলসকেই দুবার রানআউট করতে পারেনি বাংলাদেশ।
নিকোলস (১৮) অবশ্য বিপদের কারণ হতে পারেননি। লিটনের ক্যাচ বানিয়ে সাফল্য আনার শুরুটা করেন তাসকিন। ড্রাইভ করতে গিয়ে কিউই ওপেনার গালিতে ক্যাচ দিলে ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি।
তারপর রুবেলের জোড়া ধাক্কা। আরেক ওপেনার গাপটিল (২৬) ও একাদশে ফেরা অভিজ্ঞ টেলরকে (৭) সাজঘরের পথ দেখান টাইগার পেসার। স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করতে গিয়ে মিডঅনে লিটনের দ্বিতীয় ক্যাচ হন গাপটিল। টেলরের ক্যাচ ছেড়েছিলেন মোস্তাফিজ। খানিক পরে স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে মুশফিকের গ্লাভসে জমা পড়েন তিনি।
গত ম্যাচের সেঞ্চুরিয়ান টম ল্যাথাম উইকেটে জেঁকে বসার আগেই মিরাজের উড়ন্ত ক্যাচে পরিণত হন। ৭ রান করা কিউই অধিনায়কের উইকেট তুলেছেন সৌম্য সরকার।
বিএনএনিউজ২৪/এমএইচ