14 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা

পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা

যুবক

বিএনএ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে আব্দুল্লাহর তালাবদ্ধ বসতঘর থেকে মোরছালিন ভূঁইয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোরছালিন ভূঁইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের নূর মোহাম্মদের ছেলে। নিহতের স্বজনদের দাবি পাওনা টাকা চাওয়ায় আব্দুল্লাহ ও তার সহযোগীরা মোরছালিনকে হত্যা করেছে। ঘটনার পর থেকে বাড়িতে তালা লাগিয়ে আব্দুল্লাহসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিবনগর গ্রামের আব্দুল্লাহর ঘরের তালা ভেঙে বস্তায় বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছি।’

তিনি আরও বলেন, আব্দুল্লাহ একজন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদকসহ আখাউড়া থানায় ১৬টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে টাকা পয়সার বিরোধকে কেন্দ্র করে হত্যা করেছে বলে ধারণা করছি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ