বিএনএ, চবি : আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা। ২৫ মে পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘এখন পর্যন্ত গত বছরের নিয়মেই (ভর্তি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে।’
তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষার মান বন্টন, পরীক্ষার ইউনিট, ধরন, আবেদন যোগ্যতা ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে কি না- তা আগামী ডিনস কমিটির সভায় নির্ধারণ করা হবে৷ এবারও ক্যাম্পাসেই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
বিএনএনিউজ/এইচ.এম।