26 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় রাউজানের শিক্ষার্থীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় রাউজানের শিক্ষার্থীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় রাউজানের শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সড়ক দুর্ঘটনায় রাউজানের মুহিত ইসলাম (২২) নামের এক শিক্ষার্থী মারা গেছে। তিনি রাউজান পৌর ৮নং ওয়ার্ডের আবদুল মালেক পোষ্ট মাস্টার বাড়ির আবু মাসুদ আজাদের একমাত্র সন্তান। রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।

স্বজনরা জানায়, রোববার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুহিত শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ওয়াশিংটনের একটি সড়কে মুহিত দুর্ঘটনায় গুরুতর আহত হয়। গত বছর মুহিত উচ্চ শিক্ষা লাভের আশায় মার্কিন যুক্তরাষ্টে গিয়েছিলেন।

তাঁর মৃত্যু সংবাদে রাউজানে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএ/ শফিউল আলম, বিএম

Loading


শিরোনাম বিএনএ