বিএনএ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান সাকিব-তামিম দ্বন্দ্বে ড্রেসিং রুমের অবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে। দুজন একে অপরের সঙ্গে কথাও বলেন না। তবে এ বিষয়টি অস্বীকার করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম। তিনি বলেন, সাকিবের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, সাকিবের সঙ্গে তার কোনো ধরনের ঝামেলা নেই। ড্রেসিংরুমের পরিবেশও ভালো আছে। ড্রেসিংরুমের পরিবেশ ভালো না থাকলে বাংলাদেশ দল সাফল্য পেত না।
তামিম জানান, দলের আবহাওয়া খুব ভালো। অনেকদিন ধরেই। রেজাল্টও তো দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।
সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে পাপন বলেন, তারা মাঠ কিংবা ড্রেসিংরুম, কোথাও কথা বলে না। ড্রেসিংরুমের পরিবেশ খুব খারাপ। তবে এটার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে তিনি অবস্থার আরও উন্নতি চান। অন্ততপক্ষে ড্রেসিংরুমে হলেও। বাইরে কে কী করবে, সেটা দেখার বিষয় নয়।
বিএনএনিউজ/এ আর