বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলমগীর হোসেন (৩৭), মো. নাহিদুল ইসলাম প্রকাশ নাহিদ (২০), মো. মন্নান (৩৫), মো. বাবুল মিয়া প্রকাশ বাবলু মিয়া(৩৪) ও আব্দুল মালেক প্রকাশ সোহাগ (২৫)।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম এলাকা থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন