27 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বন্ধ হচ্ছে না গণটিকা; চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

বন্ধ হচ্ছে না গণটিকা; চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

গণটিকা কার্যক্রম

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনা সংক্রমণ রোধে দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে গণটিকা দিচ্ছে সরকার। শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম ডোজের ১ কোটি টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়।

তবে প্রথম ডোজের গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ হচ্ছে না। ২৮ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত গণটিকা দেয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণ্যমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কার্যক্রম পরিদর্শনে যান স্বাস্থ্য  মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া। সেখানে বলেন, টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। কোন ধরণের নিবন্ধন বা এনআইডি ছাড়াই টিকা দেয়া হচ্ছে। ইপিআই কার্ডের মাধ্যমে টিকা নিতে পারছেন সকলে। বলেন, টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলবে। তবে যতদিন দেশে করোনা থাকবে ততদিন টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

গত ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, ২৬ ফেব্রুয়ারি করোনার প্রথম ডোজ টিকা নেয়ার শেষ দিন। এরপর আর প্রথম ডোজ টিকা দেয়া হবে না। তবে পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ তারিখের পরও প্রথম ডোজ দেয়া হবে তবে বিলম্ব হবে পারে। এজন্য ২৬ ফেব্রুয়ারির মধ্যে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ